এক দশক পর ইউরোর রঙ লাল। হ্যারি কেনদের স্বপ্ন ভঙ্গ করে ইংল্যান্ডকে হারিয়ে ইউরোপের সেরার শিরোপা জিতে নিয়েছে স্পেন। অন্যদিকে, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এবার ফাইনালিসিমার পালা। এই পর্বে মুখোমুখি হবে স্পেন এবং আর্জেন্টিনা। অর্থাৎ ২০২৫ সালের ফাইনালিসিমায় দেখা যেতে পারে মেসি বনাম ইয়ামাল দ্বৈরথ। তবে, লিও ফাইনালিসিমা খেলবেন কি না তা জানা যায়নি। তবে, যদি এই ম্যাচ হয়ে তবে তা এক দুর্লভ মুহূর্ত হবে ফুটবলপ্রেমীদের জন্য।
লিওনেল মেসিকে আদর্শ মেনে বড় হয়েছেন ইয়ামাল। দুজনের শিকড়ের টান একই জায়গা বার্সেলোনার লা মাসিয়া অ্যাকাডেমি। ইউরো আর কোপা চলাকালীন একটি ছবিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছিল শিশু ইয়ামালকে স্নান করাচ্ছেন মেসি। বাথটবে রয়েছেন ইয়ামাল। তখনও মেসি জানতেন না আগামীদিনের এক বিস্ময়বালক হতে চলেছেন ইয়ামাল। সোমবার আর্জেন্টিনা কোপা জিততেই ফাইনালসিমার দিন গুনছেন ভক্তরা। বরং বলা ভাল মেসি বনাম ইয়ামালকে দেখার দিন গুনছেন।
১৯৮৫ সালে প্রথমবার ফাইনালসিমার আয়োজন করা হয়েছিল। ওই ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স এবং উরুগুয়ে। এরপর ১৯৯৩ সালে ওই প্রতিযোগিতা হয় শেষবার। ডেনমার্কের বিরুদ্ধে ওই ম্যাচ জেতে আর্জেন্টিনা। এরপর বন্ধ হয়ে যায় এই টুর্নামেন্ট। ফের ২০২২ সালে এই ম্যাচের আয়োজন করা হয়। ওই ম্যাচ খেলেছিল ইটালি এবং আর্জেন্টিনা। ৩-০ গোলে ম্যাচ জিতে যায় আর্জেন্টিনা। এবার আর্জেন্টিনার সামনে তৃতীয় জয়ের হাতছানি। যদিও কবে হবে এই টুর্নামেন্ট তা এখনও ঘোষণা করেনি উয়েফা ও কনমেবল কর্তারা।