লাল কার্ড অথবা হলুদ কার্ড। ফুটবল ম্যাচে এই দুই কার্ডের ব্যবহার অজানা নয়। তবে প্রথমবার ফুটবল ম্যাচে সাদা কার্ড (White Card) দেখালেন রেফারি। এই অত্যাশ্চর্য ঘটনাটি ঘটেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ পর্তুগালে (Portugal)।
স্পোর্টিং লিসবন ও বেনফিকার মহিলা টিমের একটি ম্যাচ ছিল। ঘরের মাঠে ৩-০ ব্যবধানে এগিয়ে ছিল বেনফিকা। প্রিয় দল পিছিয়ে পড়ায় লিসবনের এক সমর্থক গ্যালারিতে অসুস্থ হয়ে পড়েন। দুই দলের মেডিকেল স্টাফরা সেই সমর্থককে যৌথভাবে চিকিৎসা করেন। চিকিৎসায় অনেকটাই ভাল হয়ে ওঠেন ওই সমর্থক। এরপরই পকেট থেকে সাদা কার্ড বের করেন রেফারি ক্যাটারিনা ক্যাম্পোস। ফুটবল ইতিহাসে যা প্রথম।
আরও পড়ুন: বর্ষসেরা T20 টিমে বিরাট, সূর্যকুমার, হার্দিক, মেয়েদের দলে স্মৃতি, দীপ্তি, বাংলার রিচা
এমন কিছুর জন্য প্রথমে কেউই তৈরি ছিলেন না। লাল বা হলুদ কার্ড দেখানো হয় শাস্তি দেওয়ার জন্য। সাদা কার্ডের অর্থ সম্পূর্ণ বিপরীত। মেডিকেল স্টাফদের প্রশংসার জন্য এই কাজ করেছেন ক্যাটারিনা।