প্রয়াত হলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন কোচ রুস্তম আক্রামভ(Rustam Akramov)। বয়স হয়েছিল ৭৩ বছর। উজবেকিস্তানে নিজের বাড়িতেই প্রয়াত হন তিনি।
১৯৯৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতীয় ফুটবল দলের(Indian Football Team) দায়িত্বে ছিলেন রুস্তম(Rustam Akramov)। প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া(Bhaichung Bhutia) জাতীয় দলের হয়ে প্রথমবার খেলেন এই রুস্তমের অধীনে। ১৯৯৫ সালের মার্চ মাসে নেহেরু কাপ(Neheru Cup) চলাকালীন ভারতীয় দলের দায়িত্ব নেন রুস্তম আক্রমভ(Rustam Akramov)। ১৯৯৬ সালের সেপ্টেম্বরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্যন্ত তিনি দায়িত্বে থাকেন। তাঁর অধীনেই ১৯৯৫ সালে সাফ কাপে রানার্স হয় ভারত।
১৯৯৫ সালের মার্চ মাসে থাইল্যান্ডের(Thailand) বিরুদ্ধে মাঠে নামেন বাইচুং(Bhaichung Bhutia)। আগে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেললেও রুস্তমের(Rustam Akramov) পরামর্শেই স্ট্রাইকার হিসেবে খেলা শুরু করেন বাইচুং। রুস্তমের কোচিংয়ে খেলেছেন বিজয়ন, চ্যাপম্যান, কুটিনহোর মতো দিকপাল ফুটবলাররা। তাঁর অক্লান্ত পরিশ্রমে ভারত ফিফা তালিকায়(FIFA Ranking) ৯৪তম স্থানে উঠে আসে, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।