সৌরভ গঙ্গোপাধ্যায়ের পথেই কি এবার ভাইচুং ভুটিয়া ? সব কিছু ঠিক থাকলে ভারতীয় ফুটবলের মসনদে এবার রাজার মুকুট পড়তে পারেন ভারতীয় ফুটবলের প্রথম আইকন ভাইচুং ভুটিয়া। ফিফার নির্বাসনের হুমকি এড়াতেই একাধিক প্রাক্তন এই ভাইচুংকেই চাইছেন। ঘনিষ্ঠ মহলে ভাইচুংও জানিয়েছেন, ভারতীয় ফুটবলের স্বার্থে তিনি এই দায়িত্ব নিতে রাজি।
২৭ অগাস্ট নির্বাচন হতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে। এই নির্বাচনের মাধ্যমেই নতুন সভাপতি বেছে নেওয়া হবে। ইতিমধ্যে দু বার নির্বাচনের দিন পিছিয়ে গিয়েছে। যা নিয়ে ইতিমধ্য়েই ক্ষোভ প্রকাশ করেছে ফিফা এবং এএফসি। দ্রুত নির্বাচন না করা হলে, ভারতকে নির্বাসিত করার পাশাপাশি এ দেশ থেকে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ সরিয়ে নেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতেই ভারতীয় ফুটবলের পরবর্তী সভাপতি হিসাবেই উঠে আসছে প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়ার নাম। একাধিক প্রাক্তন ভাইচুংকে চাইছেন। উদাহরণ হিসাবে তাঁরা ব্যবহার করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। জগমোহন ডালমিয়া পরবর্তী ভারতীয় ক্রিকেটে মসনদে বসে দেশের ক্রিকেটকে আমূল পালটে দিয়েছেন মহারাজ।
বিজয়ন থেকে আনচেরি, ভাইচুংয়ের একদা প্রাক্তন সতীর্থদের দাবি, অবিলম্বে ভারতীয় ফুটবলকে পাহাড়ি বিছের হাতে তুলে দেওয়া উচিত। কারণ, অবসরের পর থেকে ভারতীয় ফুটবলের পরামর্শদাতা হিসাবেই কাজ করছেন ভাইচুং। তাঁদের মতে এটাই ঠিক সময়। যেখানে ভাইচুংয়ের হাতেই ঘুরে দাঁড়াবে ভারত।