প্রথম পল পোগবা, তারপর নাইকু, আর এবার দলের আর এক তারকা করিম বেঞ্জিমা। কাতারে বিশ্বকাপ খেলতে এসে মাঠে নামার আগেই এই তিন তারকাকে হারাল গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। উরুতে চোট পেয়ে শনিবারই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বেঞ্জেমা। সদ্য ইউরোপের সেরা ফুটবলার হওয়ার তাজ মাথায় নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছিলেন রিয়াল মাদ্রিদের এই ফুটবলার। শনিবার অনুশীলনের পরেই তাঁর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার খবর জানিয়ে দেওয়া হয়।
ইতিমধ্য়েই অবশ্য ঘুঁটি সাজিয়ে ফেলেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ। তিনি জানিয়েছেন, বেঞ্জেমার বদলে শুরু থেকেই মাঠে নামবেন অলিভার জিরু। এসি মিলানের এই তারকা ফুটবলার এখন আশা ভরসা লে ব্লুজের। এই বিশ্বকাপে মাঠে নামার আগে ৪৯টি গোল আছে জিরুর ঝুলিতে। আর তিনটি গোল করলে তিনি ছাপিয়ে যাবে থিয়েরি অঁরিকে। এই অবস্থায় এমবাপের পাশে তাই আরও দায়িত্ব বেড়ে গেল জিরুর।
৯৭ ম্য়াচে ৩৭টি গোল করেছেন বেঞ্জেমা। ধর্ষণের অভিযোগে বেশ কয়েক বছর জাতীয় দল থেকে নির্বাসিত ছিলেন তিনি। অবশেষে ফিরেছিলেন ফ্রান্সের জার্সিতে। কিন্তু চোট আপাতত তাঁকে মাঠের বাইরে ঠেলে দিল। দেশঁ জানিয়েছেন, সোমবার বেঞ্জেমার বদলির নাম জানিয়ে দেওয়া হবে। ২২ নভেম্বর ফ্রান্সের প্রথম ম্য়াচ। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।