কাইলাম এমবাপে, ওসমানে ডেম্বেলে ও গ্রিজম্যান। গত ম্যাচে তিনজনকেই রিজার্ভ বেঞ্চে রেখেছিল ফ্রান্স। এবার নক-আউটের লড়াই। ফ্রান্সের সামনে পোল্যান্ড। ৩৬ বছর পর বিশ্বকাপের নক-আউটে সুযোগ পেয়েছে পোল্যান্ড। ফ্রান্সকে হারিয়ে শেষ আটে ওঠাই লক্ষ্য লেভানডস্কিদের।
১৯৮৬, মেক্সিকো বিশ্বকাপ। সেবার শেষবার বিশ্বকাপের নক-আউটে পৌঁছয় পোল্যান্ড। ইউরো কাপের ম্যাচে ১৯৯৬ সালে ড্র করেছিল দুই টিম। এবার ফ্রান্সকে হারিয়ে শেষ আটে যাওয়ার জন্য মুখিয়ে পোলিশরা। গত ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে হারতে হয়েছে। কিন্তু এমবাপেদের ছেড়ে কথা বলবেন না লেভানডস্কিরা। ম্যাচের আগে ফ্রান্সকে হুঙ্কারও দিয়েছেন লেভানডস্কি।
এদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স বিশ্বকাপে একটি ম্যাচে হেরে নক-আউটে প্রবেশ করেছে। দারুণ ফর্মে আছেন ফ্রান্সের তিন আক্রমণ বিভাগের শক্তি কাইলান এমবাপে, ওসমানে ডেমবেলে ও গ্রিজম্যান। পোলিশদের বিরুদ্ধে রক্ষণ আরও মজবুত করতে চাইছেন ফরাসি কোচ দিদিয়ের দেশঁ।
২০০৬ বিশ্বকাপের পর থেকে এক বিরল রেকর্ড তৈরি করেছে ফ্রান্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও নক-আউটে প্রবেশ করেছে টিম। পরপর ২ বছর বিশ্বজয়ের সুযোগ থাকবে এমবাপেদের। পল পোগবা চোট পেয়ে বাদ পড়েছেন। কিন্তু তাঁর অভাব কোনও ভাবেই প্রভাব পড়েনি টিমে। শেষ আটে পোলিশদের বিরুদ্ধে আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামছেন এমবাপেরা।