ইস্টবেঙ্গলের হয়ে খেলতে কলকাতায় পৌঁছলেন ফরাসি ফুটবলার মাহিদ তালাল। সোমবার রাত ২টো বেজে ২০ মিনিট নাগাদ তিলোত্তমায় পৌঁছন এই দাপুটে ফুটবলার। গত কয়েক সপ্তাহ ধরেই ভিসাজনিত সমস্যার কারণে কলকাতায় আসতে পারছিলেন না তালাল।
অবশেষে অপেক্ষার অবসান হল। লাল-হলুদ ব্রিগেডের শক্তি বাড়াতে কলকাতা পৌঁছলেন এই মিডফিল্ডার। তালালের অপেক্ষায় সমর্থকরা ভিড় করেছিলেন কলকাতা বিমানবন্দরে। তাঁকে দেখতেই বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল লাল-হলুদ সমর্থকদের মধ্যে।
গত মরশুমের আইএসএলে সবথেকে বেশি সংখ্যক গোলের পাস বাড়িয়েছিলেন এই ফরাসি তারকা প্লেয়ার। তখন তিনি পঞ্জাব এফসি-র হয়ে মাঠে নামতেন। চলতি মরশুমে তাঁকেই দলে নিল ইস্টবেঙ্গল। আগামী দু'বছরের জন্য লাল-হলুদ জার্সিতেই মাঠে দেখা যাবে তাঁকে।