১ জুন থেকেই ক্লাবের নাম হবে মোহনবাগান সুপার জায়ান্টস। বুধবার মোহনবাগানের বোর্ড সদস্যদের বৈঠক ছিল। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেন বাগানের সদস্যরা। গত ১৮ মার্চ নতুন নামের ঘোষণা করেছিলেন টিম মালিক সঞ্জীব গোয়েঙ্কা। এরপর সুপার কাপেও এটিকে মোহনবাগান নাম নিয়েই খেলেছে দল। ৭৫ দিনের মাথায় এবার দলের নাম হবে মোহনবাগান সুপার জায়ান্টস।
আগামী ৪ জুলাই মোহনবাগানে আসবেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার আগে আগে নতুন নামে আত্মপ্রকাশ করবে ক্লাব। ইতিমধ্যেই ক্লাবের জন্য সই করা বল ও জার্সি পাঠিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার।
আইএসএল জয়ের পর দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করেন, এবার এটিকে নাম উঠে যাবে। তার বদলে মোহনবাগান সুপার জায়ান্টস রূপে আসবে এই শতাব্দী প্রাচীন ক্লাব।