এই নিয়ে চতুর্থবার আইএসএল চ্যাম্পিয়ন হতেই সমর্থকদের সুখবর জানালেন ক্লাব মালিক এবং আরপিএসজি-র কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। তিনি জানিয়েছেন, নতুন মরশুমে মোহনবাগান নামের আগে থেকে সরে যাচ্ছে এটিকে। তার বদলে মোহনবাগান নামের পাশে বসছে সুপার জায়েন্টস। নতুন মরশুমে নতুন নাম নিয়ে খেলবে তাঁর ক্লাব।
মোহনবাগানের সঙ্গে সংযুক্তির পর এই প্রথম চ্যাম্পিয়ন হল এটিকে-মোহনবাগান। এরআগে শুধু এটিকে হিসাবে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতার এই দল। সঞ্জীব গোয়েঙ্কার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ক্লাব সমর্থকরা। সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, খুশির দিনে এও আর এক খুশি। কারণ, পরিকল্পনা অনেকদিন থেকেই ছিল, জয়ের অপেক্ষায় ছিলেন। জয়ের জন্য সমর্থকদের এই পুরস্কার বলা যেতে পারে।