একদিকে যখন ইন্টারন্যাশনাল স্পোর্টস ফেডারেশন তৃতীয় লিঙ্গের (transgender) মানুষদের দলে নেওয়া বন্ধ করছে, তখন ব্যতিক্রমী সিদ্ধান্ত জার্মান ফুটবল ফেডারেশনের (German football federation)। তৃতীয় লিঙ্গের সমস্ত ফুটবলার নিজের পছন্দ মত পুরুষ অথবা মহিলা দল বেছে নেওয়ার সুযোগ পাবে জার্মানিতে।
শুধু তাই-ই নয়, দলে সুযোগ পেলে তাঁদের লিঙ্গের পাশে লেখা থাকবে, 'ডাইভার্স' অথবা 'আনস্পেসিফাইড'।
Probability of Death: এক পায়ে ১০ সেকেন্ডের বেশি দাঁড়াতে পারেন না? সাবধান হন
২০১৯ থেকেই বার্লিনে স্থানীয় স্তরে এই নিয়ম মানা হচ্ছিল।
প্রসঙ্গত, আন্তর্জাতিক স্তরে সাঁতার, সাইক্লিং, রাগবির মত খেলায় রূপান্তরকামীদের নিষিদ্ধ করেছে। সেই জায়গা থেকে জার্মান ফুটবল ফেডারেশনের এই নির্দেশিকা বেশ সাড়া ফেলে দিয়েছে বিশ্বজুড়েই।