কাতার বিশ্বকাপের দলঘোষণা করল জার্মানি। জাতীয় দলে ফিরলেন ২০১৪ বিশ্বকাপ জয়ের নায়ক মারিও গোৎসে। সেই বিশ্বকাপে আর্জেন্টিনাকে তাঁর গোলে হারিয়েই চ্যাম্পিয়ন হয় জার্মানি। দীর্ঘদিন জাতীয় দলে সুযোগ পাননি। ২০১৭ সালে ফ্রান্সের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে খেলেছিলেন। এবার কাতারে বিশ্বকাপের দলে সুযোগ পেলেন গোৎসে।
এবার জার্মানি দলে থাকছেন ম্যানুয়েল ন্যুয়ের ও থমাস মুলারের মতো অভিজ্ঞ ফুটবলার। এবার বিশ্বকাপে চমক বরুসিয়া ডর্টমুন্ডের ১৭ বছরের ফুটবলার ইউসুফা মৌকোকো। এবার জার্মানি দলে নজরে ওয়ের্ডার ব্রেমেনের ফুটবলার নিক্লাস ফুলক্রু। কাতার বিশ্বকাপে সুযোগ পাননি জার্মান ডিফেন্ডার ম্যাট হামেল। গোড়ালিতে চোট পেয়ে ছিটকে গিয়েছেন মার্কো রিউস। চোটের জন্য বাদ পড়েছেন টিমো ওয়ের্নার।
দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পেয়ে সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করেন মারিও গোৎসে। তিনি লেখেন, "পাচ বছর সময় লাগল। জার্মানির জাতীয় দলে সুযোগ পাওয়ায় আমি খুব খুশি। কোচ হানসি ফ্লিক ও বাকি টিম আমার উপর আস্থা রেখেছে। এটা কঠিন পরিশ্রমের ফল। স্ত্রী, পরিবার ও সতীর্থদের সঙ্গ ছাড়া সম্ভব ছিল না।"
কাতারে ২৩ নভেম্বর থেকে অভিযান শুরু করবে জার্মানি। প্রথম ম্যাচে প্রতিপক্ষ জাপান। ১৬ নভেম্বর জাপানের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম।