এবার ব্রাজিলকে ছুঁতেই হবে। এই লক্ষ্য নিয়ে কাতারে বিশ্বকাপ খেলতে রওনা হল গত চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। ফ্রাঙ্কফুর্ট থেকে আপাতত জার্মানদের ঘাঁটি হবে ম্য়াসকট। ওমানের রাজধানীতে আগামী বুধবার একটি প্রস্তুতি ম্য়াচ খেলবেন লেরয় সানেরা। তারপর সেখান থেকে দোহা রওনা দেবে হ্যান্সি ফিলকের দল। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে তরুণ জার্মান দলকে বিদায় জানানো হল। চার বছর আগে রাশিয়ার মাটিতে জার্মানদের পারফরম্য়ান্স ছিল এককথায় জঘন্য। দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গ্রুপ পর্যায় থেকেই তাদের বিদায় নিতে হয়েছিল। এবার কাতারে জার্মানির প্রথম ম্য়াচ ২৩ নভেম্বর। প্রতিপক্ষ এশিয়ার অন্যতম সেরা শক্তি জাপান।
এদিকে সোমবার থেকেই ধীরে ধীরে সাজতে শুরু করেছে দোহা। সন্ধে থেকে দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে শুরু করেছে একটি পর একটি বিশ্বকাপের দল বোঝাই বিমান। এরমধ্যে গত এক মাস দেশের বাইরে থাকার পর দোহা ফিরেছে আয়োজক দেশ কাতার। ২০ নভেম্বর তাদের প্রথম ম্য়াচ। প্রতিপক্ষ ইকুয়েডর।
বিশ্বকাপ খেলতে এসে গিয়েছে সেনেগালও। চোটের কারণে তাদের সেরা অস্ত্র সাদিও মানেকে ঘিরে এখনও ধোঁয়াশা চলছে। বিশ্বকাপের দলে মানের নাম উজ্জ্বল। কিন্তু দলের সঙ্গে দোহায় আসেননি এই তারকা ফুটবলার। দল নিয়ে কাতার পৌঁচ্ছেছে দক্ষিণ কোরিয়া। একইদিনে কাতারে এসেছে ইরান।