ইউরো কাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে ৫-১ গোলের ব্যবধানে জিতেছিল জার্মানি। দ্বিতীয় ম্যাচে হাঙ্গেরির বিরুদ্ধে ২-০ গোলের ব্যবধানে জয়। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে নামছে জার্মানি। নকআউট ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে। তবুও সুইজারল্যান্ডের বিরুদ্ধে জিতেই শেষ করতে চাইছেন মুসিওয়ালারা।
এখনও পর্যন্ত ইউরো কাপে সবথেকে ভাল পারফরম্যান্স জার্মানির। টিমের অন্যতম ফুটবলার জামাল মুসিওয়ালা ভাল ফর্মে আছেন। হাঙ্গেরির বিরুদ্ধে এই টুর্নামেন্টের দ্বিতীয় গোল পেয়ে গিয়েছেন তিনি। আরেক মিডফিল্ডার ইলকায় গুন্ডওগানও ছন্দে আছেন। দুরন্ত ফর্মে গোলকিপার ম্যানুয়েল নুয়ের। নজর কেড়েছেন ফ্লোরিয়ান উইর্টজ। টানা ৬টি ম্যাচে জিতে আত্মবিশ্বাসী দল। নকআউটের আগে ধারাবাহিকতা ধরে রাখতে চাইছে টিম।
এদিকে পরিসংখ্যান বলছে, জার্মানির সঙ্গে শেষ তিন সাক্ষাতে অপরাজিত সুইজারল্যান্ড। এটাই তাঁদের কাছে অ্যাডভান্টেজ। এই ম্যাচ ড্র করলেও খাতায়-কলমে শেষ ১৬-তে ওঠার সুযোগ থাকবে সুইজারল্যান্ডের। শেষ আটটি টুর্নামেন্টে গ্রুপের শেষ ম্যাচে হারেনি সুইজারল্য়ান্ড। এই পরিসংখ্যানেও মনোবল বাড়বে তাঁদের। ইউরো কাপের ম্যাচে হাঙ্গেরির বিরুদ্ধে জয়ী তাঁরা। স্কটল্যান্ডের বিরুদ্ধে ড্র করে টিম।