খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তখন উৎসবের মেজাজ। একসঙ্গে নক-আউটে জাপান ও স্পেন। অন্যদিকে আল বায়েত স্টেডিয়ামে ৪-২ গোলে জিতেও বিশ্বকাপ (Qatar World Cup 2022) থেকে বিদায় জার্মানির (Germany Eliminated)। এই নিয়ে টানা দুবার গ্রুপ পর্ব থেকেই বিদায় মুলারদের। একই সঙ্গে স্বপ্নভঙ্গ হল কোস্টা রিকার। গ্রুপ অফ ডেথের এই ম্যাচে জাপানের জয়ের সঙ্গে তাঁদেরও জয়ের প্রয়োজন ছিল। লড়াই করেও বিশ্বকাপ অভিযান শেষ কোস্টা রিকার (Costa Rica)।
বৃহস্পতিবার কোস্টা রিকার বিরুদ্ধে প্রথম থেকেই দাপট দেখাতে শুরু করে জার্মানি। এবার বিশ্বকাপে জার্মানি টিমে একমাত্র প্রাপ্তি জামাল মুসিয়ালা। বক্সের ভিতর অসাধারণ ড্রিবলিং ও দারুণ ছন্দে বারবার আক্রমণের সুযোগ তৈরি করে দেন ১৯ বছরের এই মিডফিল্ডার। ১০ মিনিটের মাথায় লিড নিয়ে নেয় জার্মানি। গোল করেন সার্জ ন্যাব্রি। গোল করার পরেও গোলের ব্যবধান বাড়াতে ঝাঁপান মুলাররা। প্রথম ম্যাচে ৭ গোলে এগিয়ে ছিল স্পেন। প্রয়োজন ছিল গোলপার্থক্য। কিন্তু প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলের ব্য়বধানে।
আরও পড়ুন: কানাডার বিরুদ্ধে ২-১ গোলে জয়, ইতিহাস তৈরি করে নক-আউটে মরক্কো
দ্বিতীয়ার্ধে সব ছক ভেঙে দেয় কোস্টারিকা। ৫৮ মিনিটের মাথায় গোল করেন কোস্টা রিকার তাজেদা। গোল খেয়ে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় জার্মানিও। কিন্তু ৭০ মিনিটের মাথায় ন্যুয়েরের গোলে এগিয়ে যায় কোস্টা রিকা। কোস্টা রিকা জিতলে এবার বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারত স্পেনও। কিন্তু ৭৩ মিনিটে সমতা ফেরায় জার্মানি। গোল করেন কাই হাভের্ৎজ। ৮৫ মিনিটেও দ্বিতীয় গোল করে দলকে ৩-২ স্কোরে এগিয়ে দেন তিনি। দলের হয়ে ৮৯ মিনিটে গোল করেন ফুলক্রুগ। কিন্তু ২ গোল হজম করে জিতেও বিশ্বকাপে স্বপ্নভঙ্গ মুলারদের।