বারপোস্টে আটকে গেল উরুগুয়ে। কাতারে জাপান হতে পারল না দক্ষিণ কোরিয়া। ম্য়াচের ৪৩ এবং ৯০ মিনিটে প্রাক্তন বিশ্বচ্য়াম্পিয়নদের যাবতীয় প্রচেষ্টা ধাক্কা খেল বারপোস্টে। প্রথমার্ধে দিয়েগো গোডিনের হেড ফিরল বারে লেগে। আর ম্য়াচের ৯০ মিনিটে ভালভারদের দূরপাল্লার শট বারে লেগে বেরিয়ে গেল। সবমিলিয়ে বিশ্বকাপে বৃহস্পতিবার উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া ম্য়াচ শেষ হল গোলশূন্য় ভাবে।
লুইস সুরারেজ বনাম সনের ম্য়াচে সবাই দেখতে চেয়েছিল টিম গেম। দুই তারকাই আটকে বিপক্ষের মার্কিংয়ের কাছে। ৬৪ মিনিটে পর্যন্ত মাঠে ছিলেন সুয়ারেজ। একটি বল হাঁটুতে লাগানো ছাড়া আর তেমন কিছু করার সুযোগ পেলেন না। তাঁর বদলি হিসাবে নেমে তাও খানিকটা দক্ষিণ কোরিয়ার ডিফেন্স ভাঙার চেষ্টা করেছিলেন উরুগুয়ের আর এক বৃদ্ধ এডিলসন কাভানি। তাতেও অবশ্য় কিছু হয়নি। বল পজিশন থেকে গোলে শট, সবতেই এগিয়ে ছিল উরুগুয়ে। কিন্তু গোল করতে পারল না।
আরও পড়ুন: দলে একঝাঁক তরুণ প্রতিভা, বিরাশির টিমকে টেক্কা দিতে পারবে এবারের ব্রাজিল!
উল্টোদিকে গত চারবছর দক্ষিণ আফ্রিকার কোচ লুই ফিগোর প্রাক্তন সতীর্থ পাওলো বেন্টো। তাঁর ছেলেরা লাতিন শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। কিন্তু জাপান হতে পারেনি। আসলে এই বিশ্বকাপে সৌদি আরব আর জাপানের জয়ের পর এশীয় দেশগুলির উপর প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছে। কিন্তু দক্ষিণ কোরিয়া এদিনের ম্য়াচে সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ। সেইসঙ্গে ব্যর্থ দলের তারকা ফুটবলার সনও।