প্রাক্তন ক্লাব প্যারি সাঁজার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেইমারের। ব্রাজিলের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেইমারের অভিযোগ, মেসি ও তাঁর সঙ্গে ফরাসি ক্লাব খুবই খারাপ আচরণ করেছিল।
এমনকী, তাঁদের জীবন দুর্বিসহ হয়ে উঠেছিল বলেও অভিযোগ করা হয়েছে। নেইমারের এই অভিযোগকে অবশ্য আমল দিচ্ছে না ফরাসি ক্লাব প্যারি সাঁজা।
ওই সাক্ষাৎকারে নেইমারের দাবি, কাতার বিশ্বকাপের পর থেকেই পরিস্থিতির বদল হয়েছিল। কারণ, ফ্রান্সকে হারিয়েই কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ দিয়েছিলেন মেসি।
বিশ্বকাপ জিতে মেসি প্যারিসে ফেরার পরেই পরিবর্তন স্পষ্ট হয়ে যায়। নেইমারের অভিযোগ, তাঁরা যেহেতু লাতিন আমেরিকা থেকে ইউরোপে খেলতে এসেছেন, তাই তাঁদের সঙ্গে কার্যত দুর্ব্যবহার করা হয়।
প্যারিস ছেড়ে এখন মার্কিন মুলুকে লিও মেসি। আর বন্ধুর রাস্তার ধরেই ক্লাব ছেড়ে সৌদি আরবে নেইমার। তবে প্রাক্তন ক্লাব সম্পর্কে নেইমারের এই অভিযোগ বেশ গুরুতর বলেই দাবি করেছেন ইউরোপীয় ফুটবলের বিশেষজ্ঞরা।
সবকিছু ঠিক থাকলে, এই অক্টোবরে ভারতে আসবেন নেইমার। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মুম্বই সিটির বিরুদ্ধে খেলবে আল-হিলাল।