মঙ্গলবার থেকে বদলে যাচ্ছে কাতার বিশ্বকাপে খেলার সময়। এদিন থেকে গ্রুপের প্রতিটি দল খেলবে একই সময়ে। খেলা হবে ভারতীয় সময় রাত সাড়ে আটটা এবং রাত সাড়ে ১২টায়। এরমধ্যেই রয়েছে দুটি ইতিহাসের ম্য়াচ। এক নজরে মঙ্গলবারের ম্য়াচ।
১. ইকুয়েডর ও সেনেগাল
আল খালিফা স্টেডিয়াম
ভারতীয় সময় রাত সাড়ে ৮টা
২. নেদারল্যান্ডস ও কাতার
আল বায়েত স্টেডিয়াম
ভারতীয় সময় রাত সাড়ে ৮টা
৩.আমেরিকা ও ইরান
আল থুমামা স্টেডিয়াম
ভারতীয় সময় রাত সাড়ে ১২টা
৪.ইংল্যান্ড ও ওয়েলস
আহমেদ বিন আলি স্টেডিয়াম
ভারতীয় সময় রাত সাড়ে ১২টা
ভারতে খেলা দেখা যাবে:
স্পোর্টস ১৮ ও স্পোর্টস ১৮ এইচডি
এমটিভি এইচডি
লাইভ স্ট্রিমিং
জিও সিনেমা
এছাড়া টাটা প্লে অ্যাপ ও ভোডাফোনের ভি-ওয়ান অ্যাপে ম্যাচ দেখা যাবে