কলকাতায় রয়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলকিপার এমি মার্টিনেজের। আর তাঁর এই সফরকে আরও স্মরণীয় করে তুলতে তাঁর হাতে তুলে দেওয়ার হল সোনার গ্লাভস। যা এসে পৌঁছল সুদূর হুগলী থেকে।
আসল সোনার গ্লাভস আগেই পেয়েছেন মার্টিনেজ। এটি মিষ্টি দিয়ে তৈরি করা সোনার গ্লাভস। হুগলির রিষড়ার বিখ্যাত মিষ্টান্ন প্রতিষ্ঠান ফেলু মোদক থেকে এই মিষ্টির গ্লাভস নিয়ে আশা হয়েছে কলকাতায়। আর তা মার্টিনেজের হাতে তুলে দিয়েছেন ফেলু মোদকের কর্ণধার অমিতাভ দে।
আরও পড়ুন - মঙ্গলে মোহনবাগান তাঁবুতে মার্টিনেজ , আজ কোথায় কোন অনুষ্ঠান, জেনে নিন
গ্লাভস হাতে পেয়ে হুগলি জেলার মিষ্টিতে বেজায় মন মজেছে আর্জেন্টিনার গোলকিপারের। দোকানের মিষ্টি মার্টিনেজকে উপহার হিসেবে দিতে পেরে বেজায় খুশি অমিতাভবাবু। তিনি জানিয়েছেন, বিখ্যাত আমের মিষ্টি খাওয়ার আবদারও করেছেন বলে জানিয়েছেন মার্টিনেজ।