যুবভারতী স্টেডিয়ামে শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলতে নামবেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। জুন মাসেই আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। সেই জুনেই ঘরের মাঠ যুবভারতীতে বিদায়ি ম্যাচ। দেশকে দীর্ঘ ১৯ বছর ধরে এতকিছু দিয়েছেন। সুনীলের শেষ ম্যাচে ভারত মুখোমুখি হবে কুয়েতের। অবসর ঘোষণার পর এই ম্যাচের টিকিট নিয়ে হাহাকার পড়ে গিয়েছে। কত টাকা খরচ করতে হবে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে গেলে!
আগামী ৬ জুন সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে নামছে ভারত ও কুয়েত। এই ম্যাচে টিকিটের অনেক রকম দাম রয়েছে। সবথেকে কম দামী টিকিট ১০০ টাকা। এছাড়া ১৫০ টাকা শুরু করে ১০০০ টাকার টিকিটও রয়েছে। ১০০০ টাকার টিকিট ভিভিআইপি বক্সের টিকিট। কবে থেকে এই টিকিট বিক্রি শুরু হচ্ছে, তা যদিও জানা যায়নি।
২০০৫ সালের ১২ জুন পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক হয় সুনীল ছেত্রীর। সেই ম্যাচেই গোল পান তিনি। প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট ২০০৭ সালের নেহরু কাপ। ভাইচুং ভুটিয়া অবসর নেওয়ার পর ভারতীয় ফুটবলের আইকন তিনি। ১২ জুন যুবভারতীতে শেষবার নামবেন তিনি।