বৃষ্টিভেজা কান্তিভিরা স্টেডিয়ামে SAFF কাপের প্রথম ম্যাচেই পাকিস্তানক দুরমুশ ভারতের। ৪-০ গোলে জিতলেন সুনীল ছেত্রীরা। হ্যাটট্রিক করলেন সুনীল ছেত্রী। দলের হয়ে চতুর্থ গোল করেন উদান্ত সিং।
এদিন প্রথমার্ধে পাকিস্তানকে চাপে রাখতে শুরু করে ভারত। প্রথম গোলটিও আসে সেভাবেই। গোলকিপারে উপর চাপ তৈরি করেন অধিনায়ক সুনীল ছেত্রী। মিস পাসের সুযোগে প্রথম ১১ মিনিটেই গোল পান সুনীল। দ্বিতীয় গোল আসে ঠিক তাঁর পাঁচ মিনিট পর। পেনাল্টি থেকে গোল করেন সুনীল। প্রথমার্ধে দুই দলের ফুটবলারদের বচসায় জড়িয়ে পড়ে লাল কার্ড দেখেন কোচ ইগর স্টিম্যাচ।
দ্বিতীয়ার্ধে ৭৪ মিনিটে ফের পেনাল্টি পায় ভারত। বাঁ দিকের কর্নারে বল জড়িয়ে নিজের হ্যাটট্রিক করেন সুনীল। ৮১ মিনিটে চতুর্থ গোলটি করেন উদান্ত সিং। আনোয়ার আলির পাস থেকে সুন্দর ফিনিশ করেন তিনি।