কিংস কাপের সেমিফাইনালে (Kings Cup Semi Final) ইরাকের কাছে পেনাল্টি শুটআউটে হার ভারতের। দুবার গোল করে এগিয়ে গিয়েও হারতে হল সন্দেশ ঝিঙ্গানদের। ২-২ ব্যবধানে শেষ হয় ম্যাচ। অমীমাংসিত থাকায় হয় টাইব্রেকার। ৪-৫ ব্যবধানে হেরে বিদায় সুনীল-হীন ভারতের
এদিন ম্যাচের শুরুতেই গোল করে ভারতকে এগিয়ে দেন নাওরেম মহেশ। আরও একটি গোল হয় ইরাকের আত্মঘাতী। দুবারই পরপর গোল করে সমতা ফেরায় ইরাক। এই ম্যাচ হারের পর এবার রবিবার থার্ড প্লেসের ম্যাচে নামবে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: ঘরের মাঠে বড় জয় ইস্টবেঙ্গলের, জর্জ টেলিগ্রাফকে হারিয়ে সুপার সিক্সে লাল-হলুদ
টাইব্রেকার এদিন ভারতের হয়ে প্রথম শট মিস করেন ব্রেন্ডন ফের্নান্দেস। বাকি চার শটেই গোল হয়। ইরাক কোনও পেনাল্টি মিস করেনি। তবে ইরাককে বিতর্কিত পেনাল্টি দেওয়ার অভিযোগ উঠেছে রেফারির বিরুদ্ধে। সেই পেনাল্টি থেকেই শেষ গোল দিয়ে সমতা ফেরায় ইরাক।