মঙ্গলবার যুবভারতীতে স্টেডিয়ামে নামছে টিম ইন্ডিয়া (Team India)। এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) কোয়ালিফায়ার্সে গ্রুপ ডি পর্বে প্রতিপক্ষ এবার হংকং (Hong Kong)। আগের দুই ম্যাচে কম্বোডিয়া ও আফগানিস্তানকে হারিয়েছে ভারত। কিন্তু এবার এই গ্রুপের সবথেকে কঠিন ম্যাচ। এই ম্যাচে জিতলেই এশিয়ান কাপে কোয়ালিফাই করবে ইগর স্টিমাচের টিম। তাই এই সুযোগ কোনও ভাবেই ছাড়তে চাইছেন না সুনীল ছেত্রীরা (Sunil Chetri)।
মঙ্গলবার যুবভারতীতে হংকংয়ের বিরুদ্ধে জিতলে গ্রুপ শীর্ষে থাকবে ভারত। এই মুহূর্তে গ্রুপ শীর্ষে আছে হংকং। দুই টিমের পয়েন্টও সমান। গোল পার্থক্যে এগিয়ে হংকং। কিন্তু হংকংকে হারালে ২০২৩ এএফসি এশিয়ান কাপের গ্রুপে শীর্ষে থেকে শেষ করবেন সুনীলরা। কিন্তু মঙ্গলবার ড্র করলে বা হারলে দ্বিতীয় স্থানে থাকবে সুনীল ছেত্রীরা। তবু এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করতে পারবে Blue টাইগার্সরা। মঙ্গলবারের ম্যাচ যদি ড্র হয়, তাহলে এক নম্বরে থাকবে হংকং। দ্বিতীয় টিম হিসেবেও যোগ্যতা অর্জন করতে পারেন ভারত। গ্রুপ পর্বে দ্বিতীয় স্থানে থেকেও মোট পাঁচটি দল যোগ্যতা অর্জন করতে পারবে। তাদের মধ্যে প্রথম সারিতেই আছে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: আয়ের নিরিখে কাকে পিছনে ফেলল আইপিএল ? কী বলছেন সৌরভ ?
হারলেও ভারতের পয়েন্ট থাকবে ৬। তখন গোলপার্থক্য, মোট গোলের সংখ্যার নিরিখে যোগ্যতা অর্জন করতে পারবেন সুনীলরা।