নতুন বছরে নতুন যুদ্ধ। আজ, শনিবার এএফসি এশিয়ান কাপে অভিযান শুরু ভারতের। ফুটবলের মাঠের সুনীল ছেত্রীদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। দোহায় ফিফার তালিকায় ২৫ বনাম ১০২ নম্বরের ম্যাচ নিয়ে আগ্রহ অনেকের। মাঠে নামার আগেই ভারতের কোচ ইগর স্তিমাচের দাবি, প্রতিপক্ষ যেই হোক না কেন, তাঁর দল ভয় ডরহীন ফুটবল খেলবে।
১৩ বছর আগে এশিয়া কাপের ম্যাচেই শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিল ভারত। এই দোহার মাঠেই ভাইচুং ভুটিয়ার ভারত ওই ম্যাচ হেরেছিল চার শূন্য গোলে। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুনীল ছেত্রীর ভারত কী করবে, সেটাই দেখতে চান সবাই।
কঠিন গ্রুপে লড়াই করতে হবে ভারতকে। অস্ট্রেলিয়ার ছাড়াও ভারতের প্রতিপক্ষ উজবেকিস্তান ও সিরিয়া। মাঠে নামার আগে ভারত অধিনায়ক জানিয়েছেন, ছেলেরা তৈরি। দোহার মাঠে অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করবেন তাঁরা।