পেটের মধ্যে ফুটবল। দু হাত তুলে দর্শকদের সামনে ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী। ভানুয়াতুকে হারিয়েই দেশবাসীর সামনে ভাল খবরটা দিলেন সুনীল। বাবা হচ্ছেন তিনি। পরিবার বাড়তে চলেছে। এ ভাবেই সেই ঘোষণাটা করতে চেয়েছিলেন। এই উচ্ছ্বাস অবশ্য খুবই পুরনো। অনেকেই আগে করেছেন। তবু তিনি এটাই করতে চেয়েছিলেন। সবার আশীর্বাদ এবং শুভেচ্ছা কামনা করছেন। ম্যাচ শেষে জানালেন ভারত অধিনায়ক।
ম্যাচের ৮১ মিনিটে তাঁর গোলেই ভানুয়াতুকে হারায় ভারত। গোলের পরেই দেখা যায় পেটের মধ্যে ফুটবল নিয়ে গ্যালারিতে স্ত্রী সোনমের দিকে চুম্বন ছুড়ে দিচ্ছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। গ্যালারি থেকে সোনম তাঁকে ভালবাসা ফিরিয়ে দেন।
এরপর ম্যাচ শেষ তিনি জানান, তাঁদের পরিবার বড় হতে চলেছে। তিনি বাবা হতে চলেছেন। সুনীলের এই ঘোষণায় আপ্লুত ভারতীয় ফুটবলের ভক্তরা।