এশিয়ান গেমস থেকে বিদায় ভারতীয় ফুটবল টিমের (Indian Football Team)। সৌদি আরবের (Saudi Arab) বিরুদ্ধে ২-০ গোলের ব্যবধানে হারলেন সুনীলরা। ১৩ বছর পর নক-আউটে উঠতে পেরেছিল টিম, সেটাই প্রাপ্তি কোচ ইগর স্টিম্যাচের।
এদিন ম্যাচে প্রথমার্ধে সৌদি আরবকে আটকে রেখেছিল ভারত। খেলা শেষ হয় ০-০ ব্যবধানে. কিন্তু দ্বিতীয়ার্ধে সৌদি আরবের হয়ে জোড়া গোল করেন মহম্মদ খালিল মারান। প্রথম গোল আসে ৫১ মিনিটে, দ্বিতীয় গোল ৫৭ মিনিটে। আর ফিরতে পারেনি টিম ইন্ডিয়া।
আরও পড়ুন:যেখানে ইচ্ছে যেতে পারেন, জবাব দেবেন না, স্পেন সফর নিয়ে কড়া প্রতিক্রিয়া সৌরভের
এবার এশিয়ান গেমসের চিনের বিরুদ্ধে প্রথম ম্যাচের ৫-১ গোলে হারতে হয় ভারতকে। বাংলাদেশের বিরুদ্ধে ১-০ গোলে জিতলেও মায়ানমারের বিরুদ্ধে ড্র করে টিম ইন্ডিয়া। নক-আউটে ১৭ বছর পর সৌদি আরবের বিরুদ্ধে খেলতে নেমে হেরে বিদায় নিল ভারত।