এশিয়ান কাপে খেলা দেশগুলির মধ্যে একমাত্র ভারতের কাছেই ছিল না আধুনিক প্রযুক্তি। এশিয়ান কাপে খেলা সব দলের কাছে জিপিএস ভেস্ট প্রযুক্তি ছিল। এই প্রযুক্তি ছাড়াই খেলেছেন সুনীলরা। তাই এমন ফলাফল। অভিযোগ কোচ ইগর স্টিমাচের।
এক সংবাদমাধ্যম জানিয়েছে, সুনীলদের জন্য জিপিএস ভেস্ট কেনা হয়েছিল। কিন্তু বিমান পরিষেবার জটিলতার জন্য তা পাননি সুনীলরা। ফেডারেশনের এক কর্তা জানিয়েছেন, চারটি বিমানসংস্থা এই জিপিএস ভেস্ট আনার জন্য জড়িত ছিল। কিন্তু আনা যায়নি। ৪৫ লক্ষ টাকা নষ্ট হয়েছে। নতুন করে জিপিএস ভেস্ট কেনা হলেও এখনও তা হাতে পাননি ফুটবলাররা।
এবারের এশিয়ান কাপে একটি ম্য়াচেও জিততে পারেনি ভারত। একটি গোলও করতে পারেনি টিম ইন্ডিয়া। স্টিমাচের মন্তব্যে ফের নতুন করে বিতর্ক ছড়িয়েছে।