ভারত-পাকিস্তান ম্যাচের রিপ্লে ভারত-নেপাল ম্যাচেও। আরও একবার দুই দলের ফুটবলারদের ঝামেলা। পরিস্থিতি সামলাতে ছুটে এলেন রেফারি। যার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা।
ঘটনাটি ঘটে ম্যাচে ৬৪ মিনিটে। কিছুক্ষণ আগেই গোল পান সুনীল ছেত্রী। মাঝমাঠে হেড দেওয়ার সময় ধাক্কা লাগে ভারতের রাহুল ভেকে ও নেপালের বিমল মগরের। রাহুল এগিয়ে গিয়ে বিমলকে ধাক্কা মারেন। এরপরই ছুটে আসেন অন্য ফুটবলাররা। ধাক্কাধাক্কি শুরু হয়। দুই দলের কয়েকজন ফুটবলার ঝামেলা মিটিয়ে নেন। এরপর কিছুক্ষণ বন্ধ থাকে খেলা।
শনিবার রাতে ২-০ গোলে জিতে সাফ কাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। গোল করেছেন সুনীল ছেত্রী ও মহেশ নাওরেম সিং।