প্রথম ক্লাবেই ফের প্রত্যাবর্তন। ইন্ডিয়ান সুপার লিগে চেন্নাই থেকে ফের কলকাতায় ফিরলেন বাংলার গোলকিপার দেবজিৎ মজুমদার। তাঁর সঙ্গে দু বছরের চুক্তি করল ইস্টবেঙ্গল। লাল-হলুদে চুক্তি সই করে দেবজিৎ জানিয়েছেন, ফের ঘরে ফিরলেন তিনি। ২০১১ সালে ইস্টবেঙ্গল থেকেই ময়দানে কেরিয়ার শুরু করছিলেন। প্রথম আইএসএল জিতেছিলেন তৎকালিন এটিকের হয়ে।
গত মরশুমে দক্ষিণের দল চেন্নাইয়ের হয়ে দূর্গ সামলেছেন উত্তরপাড়ার এই ফুটবলার। একটি ম্যাচে ১১টি সেভ করে ইন্ডিয়ান সুপার লিগে নজির তৈরি করেছেন। শুধু আইএসএল নয়, গত মরশুমে সুপার কাপ এবং ডুরান্ড কাপেও দুরন্ত দেখিয়েছিল তাঁকে।
ইস্টবেঙ্গল ফেরার জন্য স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রার্তকে ধন্যবাদ জানিয়েছেন দেবজিৎ। তিনি জানিয়েছেন, কোচ তাঁর উপর ভরসা দেখিয়েছেন। গত এক দশকে দেবজিৎ অন্যতম বাঙালি ফুটবলার যাঁর আই লিগ এবং আইএসএস দুটোই আছে। তাই মাঠে নামার আগে সমর্থকদের ধৈর্য্য ধরতে বলেছেন তিনি।