সাফ কাপে পরপর ভাল পারফরম্যান্স। প্রথম ১০০ দলের মধ্যে ঢুকে গেলেন সুনীল ছেত্রীরা। জুন মাসে সাতটি ম্যাচ খেলেছে ব্লু-টাইগার। এর মধ্যে ৫টি ম্যাচে জিতেছে ও ২টি ম্যাচ ড্র করেছে। সেমিফাইনালে শনিবার লেবাননের বিরুদ্ধে নামার আগেই ফিফার থেকে সুখবর পেল টিম ইন্ডিয়া।
ফিফা ব়্যাঙ্কিংয়ের পাশাপাশি এএফসি ব়্যাঙ্কিংয়েও এগিয়ে এল টিম ইন্ডিয়া। এএফসির ১৮ নম্বরে এখন ভারত। ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে লেবাননকে ২-০ গোলে হারিয়েছিল ভারত। শনিবার সেই লেবাননের বিরুদ্ধেই সাফ কাপের সেমিফাইনালে নামছেন সুনীল ছেত্রী, রাহুল ভেকেরা।
আরও পড়ুন: ১৮ মাস টিমের বাইরে থেকে রাহানে কেন সহ-অধিনায়ক, প্রশ্ন সৌরভ গঙ্গোপাধ্যায়ের
বিশ্বকাপের যোগ্যতাঅর্জনেও ভাল জায়গায় পৌঁছে গিয়েছে ভারত। এদিকে টিমের অধিনায়ক সুনীল ছেত্রী ৯২তম আন্তর্জাতিক গোল করে ফেলেছেন। সব মিলিয়ে সেমিফাইনালের আগে ভারতের ড্রেসিংরুমে খুশির হাওয়া।