প্রথম ম্যাচে হার। দ্বিতীয় ম্যাচে ড্র। অবশেষে আইএসএলে জয়ের স্বাদ পেল মহামেডান। প্রথম অ্যাওয়ে ম্যাচেই দুর্দান্ত কামব্যাক। ১-০ গোলে চেন্নাই এক্সপ্রেসকে থামিয়ে দিল কালো-সাদা ব্রিগেড। গোল করেছেন ফানাই।
বৃহস্পতিবার চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে মাঠে নেমেছিল মহামেডান। চেন্নাইয়ের ঘরের মাঠ হওয়ায় প্রথম থেকেই রীতিমতো আক্রমণ শানাচ্ছিলেন ড্যানিয়েল চিমারা। ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছিলেন তাঁরা। এর মধ্যেই প্রথম গোল আসে ফানাইয়ের পা থেকে। ৩৯ মিনিটে বিপক্ষের ডিফেন্ডার ও গোলকিপারের ভুল বোঝাবুঝির সুযোগে প্রতিপক্ষের পোস্টে বল জড়িয়ে দেন ফানাই।
প্রথমার্ধে এগিয়ে থাকার আত্মবিশ্বাস নিয়েই কিছুটা খেলায় ফেরে মহামেডান। দাপট বাড়ে চেন্নাইয়েরও। কিন্তু মহামেডানের ডিফেন্স আর গোলকিপারের দুর্দান্ত পারফরম্যান্সের জেরে কোনও ভাবেই আর গোল ফেরাতে পারেনি চেন্নাই। শেষ পর্যন্ত চেন্নাইকে হারিয়ে তিন পয়েন্ট ঘরে তোলে মহামেডান।
চলতি আইএসেলে বাগানের তিন প্রধান ক্লাবের কারও পারফরম্যান্সই নজর কাড়া নয়। ইতিমধ্যেই দুটি ম্যাচ খেলে ফেলেছে ইস্টবেঙ্গল। একটিতেও জয় আসেনি। অন্যদিকে, প্রথম দুটো ম্যাচ না জিতলেও তৃতীয় ম্যাচে জয় পেয়েছে মোহনবাগান। এরই মধ্যে নজর কাড়ল বাগানের তৃতীয় ক্লাব। চেন্নাইয়ের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল আন্দ্রে চেরনিশভের দল।