গোয়ার মাঠে এবার ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল। আগামী ১৮ মার্চ এই ফাইনাল খেলা হবে জওহরলাল নেহরু স্টেডিয়ামে। অনলাইন এবং অফলাইন দু ভাগেই ফাইনালের টিকিট কাটতে পারবেন দর্শকরা। ৫ মার্চ থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়ে যাবে। ৩ মার্চ থেকে শুরু হয়ে যাবে প্লে-অফের খেলা। দুটি দল সেমিফাইনালে উঠেছে। এই প্লেঅফ থেকে আরও দুটি দল সেমিফাইনালে উঠবে।
ইতিমধ্যে সেমিফাইনালে উঠেছে মুম্বই এবং হায়দরাবাদ। পরের দুটি দল কে হবে, সেই লড়াই চারটি দলের মধ্যে। এরমধ্যে রয়েছে এটিকে-মোহনবাগান। আগামী ২৫ তারিখ কলকাতায় বড় ম্যাচ। ৩১ পয়েন্ট নিয়ে তালিকার উপর দিকেই রয়েছে সবুজ-মেরুন। বড় ম্যাচ জিতলে আরও নিশ্চিত হবে প্লে-অফের জায়গা।
এটিকে-মোহনবাগান ছাড়াও বাকি তিনটি দল হল বেঙ্গালুরু, কেরল, এবং ওড়িশা।