ভারতীয় ফুটবলে আজ থেকে শুরু হচ্ছে সবচেয়ে বড় লিগের লড়াই। কেরলের মাঠ থেকেই শুরু হচ্ছে এই মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ। প্রথম ম্যাচে কেরলের প্রতিপক্ষ বেঙ্গালুরু। তবে কলকাতা তাকিয়ে রয়েছে ২৩ এবং ২৫ সেপ্টেম্বর তারিখে।
২৩ তারিখ ঘরের মাঠ থেকেই এবারের আইএসএল অভিযান শুরু করছে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়েন্ট। সবুজ-মেরুনের প্রতিপক্ষ প্রথমবার এই লিগ খেলতে আসা দল পঞ্জাব এফসি।
ইতিমধ্যে ডুরান্ড কাপে এই দলের বিরুদ্ধে খেলছে মোহনবাগান। আইএসএলে মাঠে নামার আগে মরশুমের প্রথম ট্রফি ডুরান্ড কাপ ঘরে তুলেছে মোহনবাগান। বড় ব্যবধানে জিতেছে এএফসি কাপের প্রথম ম্যাচ।
২৫ তারিখ ঘরের মাঠ থেকেই এবার আইএসএল শুরু করবে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ জামশেদপুর। গত তিনবার অভিযান ভাল হয়নি লাল-হলুদের। এবার কিন্তু অন্য ইস্টবেঙ্গল।
এমনটাই দাবি, নতুন কোচ কার্লোস কুয়াদ্রাতের। যদিও মাঠে নামার আগে মরশুমের প্রথম টুর্নামেন্টে রানার্স হয়েই শেষ করেছে ইস্টবেঙ্গল।