চেসমি-রহিম জুটিতে কাতার বিশ্বকাপে ওয়েলসকে হারিয়ে দিল ইরান। শুক্রবার গ্রুপের ম্য়াচে তারা জিতল দুই শূন্য গোলে। এই ম্য়াচেই কাতার বিশ্বকাপের প্রথম লাল কার্ড বেরল। লাল কার্ড দেখেন ওয়েলস গোলকিপার ওয়েন্ডার হ্য়ান্সি। ম্য়াচের সাতাশি মিনিটে ওয়েলস গোলকিপারকে লাল কার্ড দেখানো হয়। এরপর এই ম্য়াচে ৯ মিনিট ধার্য করা হয়েছিল অতিরিক্ত সময়ের জন্য। চেসমির গোল ৯৮ মিনিটে। রহিমের গোল ১০১ মিনিটে। এই জয়ের ফলে তিন পয়েন্ট নিয়ে নক-আউটে ওঠার স্বপ্নে ভেসে রইল এশিয়ার অন্যতম শক্তি ইরান। উল্টোদিকে এই ম্য়াচ হেরে বিশ্বকাপে বেশ চাপে গ্যারেথ বেলের ওয়েলস। এই গ্রুপে তাদের শেষ ম্য়াচ খেলতে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে।
কড়া রোদে এদিন বিশ্বকাপের ম্য়াচ খেলতে নেমেছিল ইরান ও ওয়েলস। গত মাসে ইংল্য়ান্ডের কাছে ৬-২ গোলে হেরেছিল ইরান। প্রথম ম্য়াচে আমেরিকার সঙ্গে এক-এক ড্র করেছিল ওয়েলস। ত্রাতা হয়েছিলেন গ্যারেথ বেল। কিন্তু ইরান ম্য়াচে বড়ই ফ্য়াকাশে বেল। রোদের কারণে প্রথম ৪৫ মিনিট দানা বাঁধতে পারেনি। কিন্তু গরম কমতেই ধীরে ধীরে ম্য়াচে ফেরেন ইরানিরা। মাত্র ৩০ সেকেন্ডের মধ্য়ে দু পক্ষের শট বারে লেগে ফিরে আছে।
কিন্তু ছিয়াশি মিনিটে ইরানি ফুটবলারকে ফাউল করায় প্রথমে হলুদ কার্ড দেখানো হয় ওয়েলস গোলকিপারকে। কিন্তু ভারে রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলে ফেলেন এই ম্য়াচের রেফারি। ১০ জন হয়ে যেতেই চাপে পড়ে ওয়েলস। কাউন্টার অ্য়াটকে অতিরিক্ত সময়ে ম্য়াচে ফেরে ইরান। পর পর দুটো গোল করে আপাতত কাতার বিশ্বকাপে নক-আউটে ওঠার স্বপ্ন দেখা শুরু করল কার্লোস কুইরেজের ইরান।