বিশ্বকাপই প্রতিবাদের মঞ্চ। দ্বিতীয় ম্যাচেও উত্তপ্ত হয়ে উঠল ইরানের গ্যালারি। শুক্রবার স্টেডিয়ামের বাইরে সরকার ও বিরোধী পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। অভিযোগ, প্রতিবাদী এক তরুণীকে আটকও করা হয়। স্টেডিয়ামে মাশা আমিনির সমর্থনে একটি জার্সি নিয়ে প্রতিবাদ করছিলেন ওই তরুণী।
এদিন ম্যাচে জাতীয় সঙ্গীত গান ফুটবলাররা। বিশ্বকাপে ম্যাচও জেতে টিম। কিন্তু ফুটবলাররা বিদ্রোহে ইতি টানলেও গ্যালারিতে প্রতিবাদ কম হয়নি। রক্ষণশীলতার প্রতিবাদে পতাকা, ব্যানার, জার্সি নিয়ে ঢোকেন অনেক ইরানের সমর্থক। এদিন ম্যাচ চলাকালীন এমনই এক তরুণীকে দেখা যায় গ্যালারিতে। যার হাতে ছিল ২২ নম্বর জার্সি। জার্সিতে লেখা মাশা আমিনি। এদিনও আহমেদ বিন আলি স্টেডিয়ামে কারও গায়ে ছিল প্রতিবাদী টি-শার্ট। আবার কেউ স্লোগান দেন। এরপরই স্টেডিয়ামের বাইরে একদল সরকারি পক্ষের সমর্থকদের সঙ্গে প্রতিবাদী সমর্থকদের বচসা শুরু হয়। ইরানের পতাকা নিয়ে ঘিরে ধরে তাদের ভিডিয়োও রেকর্ড করতে দেখা যায়।
আগের ম্যাচে জাতীয় সঙ্গীত না গাওয়ায় প্রশাসনের হুমকির মধ্যে পড়তে হয় ফুটবলারদের। দলকে বার্তা দিতে, ইরানের ভোরিয়া গফুরি নামে এক ফুটবলারকে গ্রেফতারও করে তেহরান প্রশাসন।