কাতার বিশ্বকাপে প্রতিবাদের প্রতিচ্ছবি। হিজাব বিরোধী আন্দোলনকে কার্যত সমর্থন। সরকারের বিরোধিতায় জাতীয় সঙ্গীত গাইলেন না ইরান ফুটবলাররা। ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমে চুপ করে রইলেন জাতীয় সঙ্গীতের সময়। গ্যালারিতে দেখা গেল ইরান সরকারের বিরুদ্ধে প্রতিবাদের আগুন। জাতীয় পতাকায় লেখা থাকল নারী স্বাধীনতার কথা। মাঠে নামার আগেই একপ্রকার জাতীয় সঙ্গীত না গাওয়ার ব্য়াপারে সহমত জানান ফুটবলাররা। আর সেটাই তাঁরা মাঠে করে দেখালেন।
এই বছরে সেপ্টেম্বর মাসেই হিজাবের প্রতিবাদ করায় থানার মধ্যে পুড়িয়ে মারা হয়েছিল মাহাশা আমিনিকে। তার জেরে বিক্ষোভের আগুন জ্বলেছিল তেহেরানে। গত কয়েকদিন আগে দেশের অন্য়তম বিখ্য়াত শেফ মেহরশাদ শাহিদিকে পিটিয়ে খুন অভিযোগ ওঠে। ফলে প্রতিবাদ দ্বিগুণ হয়েছিল। এই পরিস্থিতি সোমবার বিশ্বকাপের মাঠেও সেই প্রতিবাদ গর্জে উঠল।
যদিও ইরান ফুটবল দলের এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুলতে চায়নি ফিফা। কাতারে ফিফার এক কর্তা জানিয়েছেন, এই ব্যাপারে সরকারি ভাবে কোনও অভিযোগ জমা পড়েনি। আর এই প্রতিবাদ ইরান ফুটবলারদের ব্যক্তিগত সিদ্ধান্ত বলেই দাবি ফিফা কর্তার।