শনিবার আইএসএলের ফাইনাল। বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। গোয়ায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দুই টিম। বেঙ্গালুরু এফসি-কে হারালে কত টাকা পাবে এটিকে মোহনবাগান। রানার্স টিমই বা কত অর্থ পাবে! আইএসএলের সেমিফাইনালিস্টদের আর্থিক পুরস্কারও নেহাত কম নয়।
২০১৪ সালে শুরু হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। সেই বছর থেকে এখনও পর্যন্ত কোনও পুরস্কার মূল্য বাড়ানো হয়নি। এবার আইএসএলের জয়ী দল আট কোটি টাকা পাবে। রানার্স টিম পাবে ৪ কোটি টাকা। বড় অঙ্কের টাকা পাবে সেমিফাইনাল ওঠা ৪ দলই। দেড় কোটি টাকা করে পাবে মুম্বই সিটি এফসি, হায়দরাবাদ এফসি, বেঙ্গালুরু এফসি ও এটিকে মোহনবাগান। এই মরশুমে লিগ শিল্ড জিতেছে মুম্বই সিটি এফসি। তাঁরা সাড়ে ৩ কোটি টাকা পাবে।
এবার লিগের শেষ পর্বে দারুণ পারফরম্যান্স করে এটিকে মোহনবাগান। আরও একবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষায় সবুজ-মেরুন। শেষ ম্যাচে সুনীল ছেত্রীদের হারিয়ে জয় ছিনিয়ে নিতে চায় ফেরান্দো ব্রিগেড।