প্রকাশিত হল আইএসএল ডার্বির দিনক্ষণ। আগামী ৩ ফেব্রুয়ারি, শনিবার আইএসএলের প্রথম ডার্বি। ফিরতি ডার্বি হবে ১০ মার্চ, রবিবার। দুটি ম্যাচই হবে সন্ধ্যে সাতটায়। খেলা হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে।
বৃহস্পতিবার আইএসএলের তরফ থেকে ক্রীড়া সূচি জানিয়ে দেওয়া হয়েছে। আর এই সূচি অনুযায়ী, পরপর দু'মাসে দু'বার মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান।
আরও পড়ুন - টেস্ট ক্রিকেটে নজির গড়লেন অশ্বিন ও জাদেজা, ভাঙলেন কুম্বলে ও হরভজনের রেকর্ড
মরশুমের তিনটে ডার্বি খেলা হয়ে গিয়েছে। ডুরান্ড কাপে দুটো আর সুপার কাপে একটা ডার্বি হয়েছে। তিনটে ডার্বি মিলিয়ে আপাতত ২-১ গোলে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল।