আইএসএলের প্রথম দিনই এবার নামছে মোহনবাগান। প্রতিপক্ষ আইএসএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। ১৩ সেপ্টেম্বর সন্ধ্যে ৭টা ৩০ মিনিটে যুবভারতী স্টেডিয়ামে হবে ম্যাচ। চার মাসের সূচি ঘোষণা করেছে আইএসএল কর্তৃপক্ষ।
এবার আইএসএলে অংশ নিচ্ছে কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডান। মোহনবাগানের পরই ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে। নামবে লাল-হলুদ ব্রিগেড। বেঙ্গালুরুতে খেলতে যাবেন কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। এবার প্রথম আইএসএল ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে নামবে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। যুবভারতীতে আগামী ১৬ সেপ্টেম্বর নামবে সাদা-কালো ব্রিগেড।
এবার আইএসএলে প্রথম কলকাতা ডার্বি ১৯ অক্টোবর। যুববভারতীতে সন্ধ্যা ৭টা ৩০ থেকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামবে মোহনবাগান। এই ম্যাচের আয়োজক দল লাল-হলুদ ব্রিগেড। মহমেডান যোগ দেওয়ায় মিনি ডার্বিও হবে। প্রথম মিনি ডার্বিতে মহমেডানের মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট। ৫ অক্টোবর যুবভারতীতে সেই ডার্বি হবে।