আইএসেলের দ্বিতীয় ম্যাচেও জয় অধরাই রইল। অ্যাওয়ে ম্যাচে লিড নিয়েও কেরলা ব্লাসস্টার্সের কাছে হেরে যেত হল ইস্টবেঙ্গলকে। এদিনের ম্যাচের ফলাফল ১-২। আনয়ারের অভিষেক ম্যাচে তাঁর পায়ের ফাঁক দিয়ে লাল হলুদের জালে বল জড়িয়ে জয় ছিনিয়ে নিল প্রতিপক্ষ কেরালা।
এদিন কেরলের জহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্স। প্রথমার্ধ গোলশূন্য ভাবেই শেষ হয়েছিল। দ্বিতীয়ার্ধে প্রথম গোল করে ইস্টবেঙ্গল। ৫৯ মিনিটে পিভি বিষ্ণুর পা থেকে আসা গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।
কিন্তু এগিয়ে থেকেও লাভ হয়নি। মাত্র চার মিনিটের মধ্যেই ওই গোল শোধ করেন কেরালার সাদাউই। এরপর ৮৮ মিনিটে আরও একটি গোল করেন কেরালার পেপরা। সেই সময় রক্ষণে ছিলেন আনোয়ার। কিন্তু কোনও ভাবেই প্রতিপক্ষকে থামিয়ে দিতে পারেননি তিনি। ফলে বেঙ্গালুরুর পরে কেরালার কাছেও হেরেই মাঠ ছাড়তে হয় কার্লেস কুয়াদ্রাতের দলকে।