দিল্লির মাঠে আজ, শনিবার এক বঙ্গসন্তানের বিরুদ্ধে মাঠে নামবে বাংলার ক্লাব মোহনবাগান সুপার জায়েন্টস। প্রতিপক্ষ পঞ্জাব হলেও, এই দলের সহকারি কোচ মোহনবাগানের প্রাক্তন শঙ্করলাল চক্রবর্তী। যাঁর কোচিং একসময় কলকাতা লিগে চ্যাম্পিয়ন সবুজ মেরুন। ম্যাচের আগে পঞ্জাবের সহকারি কোচ শঙ্করলাল চক্রবর্তী জানিয়েছেন, ভারতের সেরা ক্লাবের বিরুদ্ধে খেলতে হবে তাঁদের।
চেন্নাই ম্যাচ অতীত করেই এই ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। দিল্লিতে এই ম্যাচ শুরু হবে বিকেল পাঁচটায়। কারণ, অগ্নিনির্বাপণের ছাড়পত্র নেই। তাই দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ খেলবে সবুজ-মেরুন। দিল্লিতে বাগানের সহকারি কোচ ম্যানুয়েল পেরেজ জানিয়েছেন, তিন পয়েন্ট ছাড়া আর কিছুই ভাবছেন না তাঁরা।
এই ম্যাচেও সাহালকে পাবেন না সবুজ-মেরুন। এখনও জ্বর রয়েছে কোচ অ্যান্তনিও হাবাসের। তিনি ডাগআউটে থাকবেন কীনা, তা নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে ৩৯ পয়েন্ট নিয়ে আজ মাঠে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। লক্ষ্য মুম্বইকে ছাপিয়ে যাওয়া।