ISL 2024 Kolkata Derby: মরশুমের প্রথম কলকাতা ডার্বি, পরিসংখ্যানে এগিয়ে মোহনবাগান, কতটা তৈরি ইস্টবেঙ্গল

Updated : Oct 18, 2024 09:15
|
Editorji News Desk

ইন্ডিয়ান সুপার লিগে চলতি মরশুমের প্রথম ডার্বি। মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ১৯ অক্টোবর ডার্বিতে কোন দল জিতবে! ডার্বি মানেই আলাদা উত্তেজনা, অন্য আবেগ। আইএসএলের ডার্বির ইতিহাসে সব সময়ই এগিয়ে মোহনবাগান। ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, এবার কিছুটা হলেও ইস্টবেঙ্গলের কাছে জয়ের সুযোগ আছে। কিন্তু পরিসংখ্যানের নিরিখে এই মরশুমে ইস্টবেঙ্গলও একটি ম্যাচও জিততে পারেনি। পয়েন্ট টেবিলে সবথেকে নিচে আছে লাল-হলুদ ব্রিগেড। চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে মোহনবাগান। 

শনিবার ডার্বিতে সেরা একাদশ নামাতে চায় মোহনবাগান। চোট সারিয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন আলবার্তো রডরিগেজ। যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলন করেন বাগানের স্প্যানিশ ডিফেন্ডার। এদিকে ডার্বির আগে রাগবি খেলতে দেখা যায় জেমি ম্যাকলাররেন, দিমি পেত্রাতোসদের। বড় ম্যাচের আগে ফুরফুরে মেজাজে বাগান শিবির। ডার্বি ম্যাচ মোহনবাগান কোচ হোসে মোলিনার কাছেই চ্যালেঞ্জ। এই ম্যাচ জিতে পায়ের তলার জমি শক্ত করতে চান বাগান কোচ। 

এদিকে ইস্টবেঙ্গল শিবিরে কিন্তু এখনও চিন্তা কাটেনি। এই মরশুমে পরপর চার ম্যাচে হারতে হয়েছে লাল-হলুদ ব্রিগেডকে। এখনও ভিসা পাননি নতুন কোচ অস্কার ব্রুজো। ডার্বিতে তাই মাঠের ডাগ আউটে থাকবেন বিনো জর্জ। বুধবার বৃষ্টির মধ্যেই প্র্যাক্টিস সেরেছে ইস্টবেঙ্গল। চোট সারিয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন নিশু কুমার। অনেকটাই ফিট দিমিত্রিয়স ডায়ামান্টাকোস। বড় ম্যাচ জিতে ঘুরে দাঁড়াতে চান ক্লেটন, ক্রেসপোরা।

২০১৪ সাল থেকে শুরু হয় ইন্ডিয়ান সুপার লিগ। ভারতীয় ফুটবল ইতিহাসে নতুন যুগ শুরু হয়। কলকাতা লিগ, ফেডারেশন কাপ, আই লিগের পর নতুন ধারার ফুটবল কতটা সাফল্য পাবে, তা নিয়ে সন্দেহ ছিল। ডার্বিতে কেমন হবে, তা নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত জিততে পারেনি ইস্টবেঙ্গল। গত ১০ বছরে সাতবার আইএসএলে কলকাতা ডার্বি হয়েছে। সাতবার কলকাতা ডার্বি জিতেছে মোহনবাগান! শনিবার ডার্বিতে কি প্রথম জয় ছিনিয়ে নিতে পারবে ইস্টবেঙ্গল! মরশুমের প্রথম ডার্বিতে জিতে আত্মবিশ্বাস বাড়াতে চাইবে মোহনবাগানও। এই লড়াই দেখার জন্য় প্রহর গুনছেন ফুটবলপ্রেমীরা। 

ISL

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া