আর কয়েক ঘন্টা। তার পরেই চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে মোহনবাগান। এই ম্যাচের আগে দলকে উদ্বুদ্ধ করলেন সবুজ মেরুনের প্রাক্তন তারকা সনি নর্ডি। তিনি জানিয়ে দিলেন, দলের মাথায় মুকুট উঠলে স্টেনগান সেলিব্রেশন করবেন তিনি।
মোহনবাগানকে আইলিগ এনে দিয়েছিলেন সনি। তিনি মুম্বই সিটির হয়েও খেলেছেন। কিন্তু তাঁর প্রথম পছন্দ মোহনবাগান সুপার জায়েন্ট। তাই মোহনবাগান ত্রিমুকুট জয়ের আগে কলম ধরলেন সনি। ফাইনাল ম্যাচের আগে ফেসবুক লাইভে আসেন তিনি। বলেন, 'আমি দু দলের হয়েই খেলেছি। কিন্তু মোহনবাগান সবার আগে। মোহনবাগান ৩-১ গোলে ফাইনাল জিতবে।'
আরও পড়ুন - ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল KKR? মুম্বইয়ের বিরুদ্ধে জিতে কী বললেন শ্রেয়স?
এরপরে তিনি আরও বলেন, 'মোহনবাগান আইএসএল জিতলে আমি ফেসবুক লাইভে এসে স্টেনগান সেলিব্রেশন করব।' যা ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এখন অপেক্ষা শুধু সময়ের।