আইএসএল সেমিফাইনালে প্রথম পর্বে ওড়িশা এফসির বিরুদ্ধে হার। ২-১ ব্যবধানে হারতে হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টকে। কোন অঙ্কে ফাইনালে যেতে পারে সবুজ-মেরুন শিবির।
আইএসএলের সেমিফাইনাল হবে দুই পর্বে। প্রথম পর্বে হারলেও আগামী পর্বে ঘরের মাঠ যুবভারতী স্টেডিয়ামে নামবে মোহনবাগান। ২ গোলের ব্যবধানে জিততেই হবে। দুই পর্ব মিলিয়ে ওড়িশার থেকে বেশি গোল হলেই ফাইনালে চলে যাবে হাবাস ব্রিগেড।
যুবভারতীতে মোহনবাগান ১-০ গোলে জিতলে, অতিরিক্ত টাইমে খেলা গড়াবে। কোনও দল গোল না পেলে পেনাল্টি শুটআউটের মাধ্যমে খেলার নিষ্পত্তি হবে। কামিংস, পেত্রাতোসদের লক্ষ্য ঘরের মাঠে ওড়িশাকে কমপক্ষে ২-০ ব্যবধানে হারানো। তা হলেই ফাইনাল খেলবে সবুজ-মেরুন।