৪ মরশুম কলকাতায় কাটানোর পর আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন কার্ল ম্যাকহিউ। তবে আইএসএল ছেড়ে যাচ্ছেন না তিনি। নতুন মরশুমে এফসি গোয়ার জার্সিতে খেলবেন তিনি।
ক্লাব সূত্রে খবর, মোহনবাগান সুপার জায়ান্টসের সঙ্গে মৌখিক চুক্তি করে ক্লাব ছেড়ে ম্যাকহিউ। ম্যাকহিউ গোয়াতে যোগ দিলে গোয়ার বিদেশি কোটা পূর্ণ হয়ে যাবে। তারা ইতিমধ্যেই দলে নিয়েছে ভিক্টর রড্রিগেজ়, ওদেই, কার্লোস মার্টিনেজ, পাউলো রেত্রের মতো ফুটবলারদের।
ম্যাকহিউ ২০১৯-২০ মরশুমে এটিকেতে যোগ দেন তিনি। মোহনবাগানের হয়ে ২ বার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। গত মরশুমে মোহনবাগানের হয়ে ২২টি ২২টি ম্যাচ খেলেন তিনি।