আরও একবার বিশ্বকাপে যোগ্যতা অর্জন (WC Qualifiers) করতে পারল না ইতালি (Italy)। কোয়ালিফায়ার্সের সেমিফাইনালে উত্তর মাসেডোনিয়ার (North Macedonia) বিরুদ্ধে হেরে কাতার বিশ্বকাপ (FIFA World Cup 2022) থেকে ছিটকে গেল ইউরো চ্যাম্পিয়নরা (Euro 2020)। চারবারের বিশ্বকাপজয়ী টিম পরপর দুবার বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে (2018 Russia World Cup) প্রথমবার যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি। কাতার বিশ্বকাপেও (Qatar 2022) এবার দেখা যাবে না তাঁদের।
বৃহস্পতিবার কোয়ালিফায়ার্সের সেমিফাইনাল ম্যাচে উত্তর মাসেডোনিয়ার বিরুদ্ধে তেমন সুযোগ তৈরিই করতে পারেনি ইতালি। এদিন গোলে ৩২টি শট নেয় আজুরিরা। কিন্তু একটিও গোল আসেনি। মাসেদনিয়ার গোলকিপারকে চ্যালেঞ্জই দিতে পারেননি টিমের স্ট্রাইকাররা। শেষ মুহূর্তে মাসেদনিয়ার পক্ষ থেকে গোল করে টিমকে এগিয়ে দেন আলেকজান্ডার ট্রাজকোভস্কি। যার ফলে বিশ্বকাপ কোয়ালিফায়ার্সের ফাইনালে উঠে যায় তাঁদের দেশ।
আরও পড়ুন: দলের জার্সি লঞ্চ করল লখনউ সুপার জায়ান্টস, থিম সং-এ থাকছে বাদশার ব়্যাপ
মঙ্গলবার পর্তুগালের সঙ্গে কোয়ালিফায়ার্সের ফাইনালে নামবে উত্তর মাসেদনিয়া। সেই ম্যাচ জিতলে প্রথমবার বিশ্বকাপে অংশ গ্রহণ করতে পারবেন তাঁরা।