ব্রাজিলিয়ান ফুটবলার ((Brazilian Footballer)) রবিনহোর (Robinho) নামে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়না জারি করল ইতালি (Italy)। ইতালির শীর্ষ আদালতে রবিনহোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। ইতালির আইনমন্ত্রক ইন্টারপোলের (Interpoll) কাছে এই নিয়ে আবেদন করেছে।
২০১৭ সালে ইতালির মিলানের (Milan) একটি আদালতে রবিনহো ও তার পাঁচ সঙ্গীর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ ওঠে। কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেন রবিনহো। ২০২০ সালে তাঁর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ প্রমানিত হয়। গত মাসে নিম্ন আদালতের রায়কে মান্যতা দিয়েছে ইতালির শীর্ষ আদালত।
আরও পড়ুন: সীমান্তে যুদ্ধের মেঘ, ইউক্রেন থেকে ভারতীয়দের দেশে ফেরাতে মরিয়া দূতাবাস
বর্তমানে ব্রাজিলেই থাকেন রবিনহো। দক্ষিণ আমেরিকান দেশগুলির নীতি অনুযায়ী, রবিনহোকে ইতালিতে ফেরানো সম্ভব হয়নি। ব্রাজিলের হয়ে ১০০ ম্যাচ খেলেছে ব্রাজিল। রিয়েল মাদ্রিদ, এসি মিলান, ম্যানচেস্টার সিটির মতো বড় ক্লাবে খেলেছেন ব্রাজিলিয়ান তারকা।