হাতে আর চারটে ম্যাচ। প্রতিপক্ষ জামশেদপুর, কেরালা, হায়দরাবাদ এবং ইস্টবেঙ্গল। আইএসএলে এটিকে-মোহনবাগানের প্লে-অফ খেলার ভাগ্য ঝুলে আছে এই চারটে ম্যাচের উপরেই। হিসাব বলছে, শেষ চারটি ম্যাচের মধ্যে কমপক্ষে তিনটি ম্যাচ জিততে হবে সবুজ-মেরুনকে। এই পরিস্থিতিতে আজ, বৃহস্পতিবার টাটার মাঠে জামশেদপুরের বিরুদ্ধে খেলতে নামছেন জুয়ান ফেরেন্দোর ছেলেরা।
পয়েন্ট তালিকায় চার নম্বরে ছিল। কিন্তু গোয়া জিততেই পাঁচ নম্বরে নেমে এসেছে এটিকে-মোহনবাগান। শেষ ম্যাচে বেঙ্গালুরুর কাছে ২-১ গোলে হারতেই কেমন যেন জট পাকিয়ে গিয়েছে যাবতীয় অঙ্ক। সেই জটই লক্ষ্মীবারে জামশেদপুরের মাঠে কাটাতে চান জুয়ান ফেরেন্দো।
পরিস্থিতি যা তা বেশ কঠিন। তবে তা মানতে চান সবুজ-মেরুন ফুটবলার হুগো বুমস। জামশেদপুর ম্যাচের আগে বুমসোর দাবি, এখান থেকেও পরিস্থিতি বদলাতে পারে। এটিকে-মোহনবাগান এই ম্যাচ থেকেই প্লে-অফের জন্য ঝাঁপাবে।