বৃহস্পতিবার ডুরান্ড কাপের সেমিফাইনাল (Durand Cup Semifinal 2023)। প্রথমবার টিমের হয়ে কোনও টুর্নামেন্টে শেষ চারে খেলতে নামছেন অস্ট্রেলিয়ার তারকা জেসন কামিংস (Jason Cummings)। এফসি গোয়ার বিরুদ্ধে নামার আগে কার্যত হুঙ্কার ছাড়লেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার ফুটবলার। জানিয়ে দিলেন, মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) ভারতের সেরা দল মোহনবাগান। যে কোনও দলকে টক্কর দিতে তাঁরা তৈরি।
মুম্বই সিটি এফসিকে হারিয়ে উত্তেজনায় ফুটছেন কামিংস। তিনি বলেন, জাতীয় দলে সেরা সাত-আটজন ফুটবলার মোহনবাগানে আছেন। বিদেশি ফুটবলাররাও সেরাটা উজাড় করে দিচ্ছে। কামিংসের মতে, গোয়াকে হারানোর ব্যাপারে টিম আত্মবিশ্বাসী। কোয়ার্টার ফাইনালে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে পিছিয়ে থেকেও জিতেছে এফসি গোয়া। এই ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই হবে, মনে করছেন ফুটবলপ্রেমীরাও।
আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে প্রজ্ঞানন্দের লড়াই, চেন্নাই বিমানবন্দরে অভ্যর্থনায় ভাসলেন দাবাড়ু
কামিংস জানিয়েছেন, ডুরান্ডের ফাইনালে যাওয়াই আমাদের লক্ষ্য। যাবতীয় ফোকাস সেদিকেই। আইএসএল বা এএফসি কাপের আগে প্রস্তুতি টুর্নামেন্টে জিতলে মনোবল থাকবে।