ব্যক্তিগত কারণ। বাবা হচ্ছেন জসপ্রীত বুমরা। এশিয়া কাপের মাঝপথ থেকে দেশে ফিরলেন(Jaspreet Bumrah)। প্রথম ম্যাচে ভারত ব্যাট করলেও বল করতে পারেনি টিম ইন্ডিয়া (Team India)। বুমরা এলেও সম্পূর্ণ ১০ ওভার করতে হয়নি। হঠাৎ টুর্নামেন্টের মাঝপথ থেকে ঘরে ফিরলেন ভারতীয় পেসার। সোমবারই নেপালের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ পন্ড হওয়ায় এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে বুমরার ঘরে ফেরা ভারতীয় দলের জন্য দুঃসংবাদ।
দীর্ঘদিন পর চোট কাটিয়ে দলে ফিরেছিলেন বুমরা। আইপিএলেও টিমের বাইরেই ছিলেন। বিশ্বকাপের জন্য নিজেকে ফিট করছিলেন। বুমরার কি ফের নতুন করে চোট লেগেছে! তা জানা যায়নি। শ্রীলঙ্কা থেকে হঠাৎ ঘরে ফেরায় রহস্য বাড়ছে। তবে কি ওয়ানডে বিশ্বকাপে নামতে পারবেন না দেশের এক নম্বর তারকা পেসার!
আরও পড়ুন: কলোম্বোতে টানা বৃষ্টি, সরতে পারে এশিয়া কাপের সুপার ফোরের সব ম্যাচ