ফিফা বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠানে (FIFA World Cup Opening Ceremony LIVE) মঞ্চ কাঁপাবেন তারকা জংকুক। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের (BTS Band) সর্বকনিষ্ঠ সদস্য তিনি। এবার বিশ্বকাপে থিম সংয়ের নাম 'ড্রিমার্স' (Dreamers)। উদ্বোধনী অনুষ্ঠানে সেই অফিসিয়াল গানেই পারফর্ম করবেন জংকুক।
টুইটারে বিশ্বকাপের অফিসিয়াল গান একটি পোস্টার শেয়ার করেছেন জংকুক। লিখেছেন, "ড্রিমার্স ২০২২"। সম্প্রতি কাতারেও এসেছিলেন জংকুক। তাঁর টুইটে কাতারের একাধিক ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন তিনি।
আরও পড়ুন: রবিবার শুরু ফুটবলের মহারণ, আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে নামছে ইকুয়েডর
রবিবার শুরু হবে বিশ্বকাপ। কাতারে সেই বিশ্বযুদ্ধের আগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে ফিফা। সেই অনুষ্ঠানে আছে একাধিক চমক। এতদিনে বিশ্বকাপের অফিসিয়াল গানের নামও প্রকাশ্যে আনল ফিফা।